ঘোষণা দেয়ার এক মাসের মধ্যে অবশেষে চালু হলো ফেসবুক মেসেঞ্জারের ভিডিও কনফারেন্সিং সুবিধা মেসেঞ্জার রুম। সারা পৃথিবীর মানুষ মেসেঞ্জার থেকে এই ভিডিও কনফারেন্সিং সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিতে হবে। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকেও মেসেঞ্জার রুমসের ভিডিও কলিং ফিচার উপভোগ করতে পারবেন।
শুরুতে এক সঙ্গে ৫০ জন প্রাইভেট ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হতে পারবেন। এজন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। অ্যানড্রয়েড, আইওএস, ম্যাকওস অপারেটিং সিস্টেমে এই সুবিধা চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানায়, আগামী মাসে মেঞ্জেজার রুমসে আরো নতুন নতুন ফিচার যোগ আনা হবে।
বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য সবার প্রথম পছন্দের তালিকায় আছে জুম। একশ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে জুমের। যদিও কিছু নিরাপত্তা ঘাটতি আছে এই অ্যাপটির।