পুলিশের সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫১

পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া রোববার (২১ জুন) ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ২০১ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি মৃত্যুবরণকারী আরো ২ ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ এসেছে। ফলে এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৭ জনে গিয়ে দাড়িয়েছে।

রোববার (২১ জুন) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন, জেলা পুলিশের ১ জন সদস্য রয়েছেন। বাকী আক্রান্তদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফ, শের ই বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, গৌরনদী উপজেলা স্বাস্থ্যবিভাগের একজন স্টাফ রয়েছেন। পাশাপাশি বরিশাল নগরের বিভিন্ন ব্যাংকে কর্মরত ২ জন স্টাফ রয়েছেন।

বাকীদের মধ্যে বরিশাল নগরের বগুরা রোড, আমির কুটির, চৌমাথা, বটতলা ও মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৬ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।  এছাড়া মেহেন্দিগঞ্জ, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও বরিশাল সদর উপজেলার ৩৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।  বরিশারের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫১ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ৩২৮ জন নারী ও ৮৯৪ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৬২ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৯৩২ জন এবং পঞ্চাশোর্ধ ২২৬ জন ব্যক্তি রয়েছেন। এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৯৪৪ জন, সদর উপজেলায় ২০ জন, বাবুগঞ্জে ৪৫ জন, উজিরপুরে ৪৫ জন, মেহেন্দীগঞ্জে ২৩ জন, বাকেরগঞ্জে ৩১ জন, হিজলায় ৮ জন, মুলাদীতে ২২ জন, বানারীপাড়ায় ৩০ জন, আগৈলঝাড়ায় ১২ জন এবং গৌরনদীতে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়। মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৭ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরেই ৯ জন রয়েছেন।