নিশো-মেহজাবীনের ‘ইমপসিবল লাভ’!

সময়ের অন্যতম শীর্ষ জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এ দুজনকে নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক নাটক তৈরি হতে দেখা গেছে। তবে এবার যেটি দেখা যাবে, সেটি আগে আর হয়নি তাঁদের ঘিরে। টিভি পর্দার এই জুটিকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে ঈদের বিশেষ নাটক, যার গল্প জাদুবাস্তবতা আর হ্যালুসিনেশনকে ঘিরে। 

‘ইমপসিবল লাভ’ নাটকটি রচনা করেছেন বরিশালের সন্তান আব্দুল্লাহ মাহফুজ অভি আর নির্মাণ করেছেন বরিশালের সন্তান মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

নাটকটির গল্পে দেখা যাবে, ম্যাজিক রিয়েলিটি ঘরানার বিস্ময়কর প্রেমের গল্প। যেখানে দেখা যাবে প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে আফরান নিশো। অথচ এই গল্পের শেষটা হয় দুজনের প্রেমময় সংসার দিয়ে!

আফরান নিশো বলেন ‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হ্যালুসিনেশনের গল্প, কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি, আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প! কিন্তু আমার কাছে মনে হয়েছে এসবের কিছুই না, গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের, যা না দেখলে অনুভব করা যাবে না।’

অনলাইনে নাটকটির প্রকাশ নিয়ে নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘বর্তমানে মানুষ অনলাইনে নাটক বেশি দেখছে। এখানে কাজের মানও ভালো হচ্ছে, যে কারণে দর্শক নাটকগুলো পছন্দ করছেন। অবশ্য নাটকের মান ভালো হওয়ার কারণ হচ্ছে, আমরা অনলাইন নাটকে বাজেট বেশি পাচ্ছি। এ নাটকে দর্শক ভিন্নতা পাবেন। আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালুসিনেশনের মাঝের বিষয়টি ধরে কাজ করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।