বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় আরও চার পুলিশ সদস্য সহ ৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮জনে এবং সুস্থ হয়েছেন ৩৮জন।
আজ সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেখান থেকে জানানো হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ লাইনে কর্মরত এবং বাকি তিনজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় কর্মরত। এছাড়া নগরীর কাজিপাড়া এলাকায়, চাঁদমারি, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন এবং বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরা সকলেই পুরুষ।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চার পুলিশ সদস্যর মধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানার একজন উপ পরিদর্শক, দুইজন সহকারি উপ পরিদর্শক এবং একজন উপ পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত কনস্টেবল। এর আগে উত্তর কার্যালয়ের ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।