বরিশালে নার্স-পুলিশসহ ১৫ জনের করোনা শনাক্ত

বরিশালে গত ২৪ ঘণ্টায় নার্স-পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুলাদী ও হিজলা উপজেলার ১ জন করে ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ১ জন স্টোরকিপার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য ও নগরীর সাগরদি এলাকার ২ জন, ফরেস্টার বাড়ি, সিএন্ডবি, জিয়া সড়ক, পলিটেকনিক ইন্সটিউট এলাকার ১ জন করে ৪ জন ও সদর উপজেলাধীন কালিজিরা এলাকার ১ জনসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

আজ ১ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৪৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, আক্রান্তদের অবস্থান শনাক্ত করে ঐ জায়গাগুলো লকডাউন করা হয়েছে।