আম্পান : বরিশাল বিভাগে ৫০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ

বরিশালে বিভাগে ঘূর্নিঝড় আম্পানের প্রভাবের কারণে ৫০ কিলোমিটারের অধিক বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারেও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড বরিশালের সহকারি প্রকৌশলী এ ই জায়েদ।

তিনি জানান, বরিশাল বিভাগে মোট ৫৮টি স্থানে ৬৫০ মিটার দৈর্ঘ্য বাঁধ পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। অর্থাৎ দশমিক ৬৫ কিলোমিটার বাঁধ উন্মুক্ত হয়ে গিয়েছে। এছাড়াও ১৬০টি স্থানে ৫০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধগুলো সংস্কারে কাজ শুরু করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এমনটাই জানিয়েছেন এ দপ্তরের এই কর্মকর্তা।

অপরদিকে জানা গেছে, বরিশাল বিভাগে পটুয়াখালী ও বরগুনায় বাঁধ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পটুয়াখালীতে ১০ কিলোমিটারের বেশি এবং বরগুনায় ১৪ কিলোমিটারের অধিক বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি পিরোজপুর ও ঝালকাঠিতে মোট ২ কিলোমিটারের অধিক, ভোলায় ২ কিলোমিটারের অধিক এবং বরিশালে ১ দশমিক ২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানিয়েছে।