ঈদ উপলক্ষে জমায়েত নিষিদ্ধ করলো ওমান, নির্দেশ অমান্য করলে জেল-জরিমানা

করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঈদুল ফিতরের নামাজ, গবাদি পশুর হাট, বেড়াতে যাওয়া, পারিবারিক রীতি অনুযায়ী উদযাপনসহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ওমান কর্তৃপক্ষ। সোমবার (১৮ মে) এ ঘোষণা দেওয়া হয়।নিয়ম ভেঙ্গে জমায়েত করলে কারাদণ্ড ও জরিমানা করা হবে। তবে কতদিন কারাদণ্ড দেওয়া হবে এবং জরিমানার পরিমান নির্দিষ্ট করা হয়নি।

ওমানে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৭৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪৯৬ জন। ওয়াল্ড মেটার ইনফো