চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। মহামারি করোনা ভাইরাসের আক্রমনে পুরো মানবজাতি এখন বিপন্ন এবং বিপদগ্রস্ত। এ পর্যন্ত (১৮/০৫/২০২০- ) এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩,১৭,২০০ জন ব্যক্তি মারা গেছেন এবং ৪৮,৩০,২৯৬ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে আমাদের দেশেও প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ কয়েক দফা বাড়িয়ে এখনো চলছে। মানুষের জীবন- জীবিকা বলতে গেলে একপ্রকারে স্থিতাবস্থা। এই ভয়ংকর মহামারির মধ্যে যারা সু-স্বাস্থ্য নিয়ে বেঁচে আছেন, অর্থনৈতিক সংকটে তাদের অধিকাংশের অবস্থাও নাজুক। বিত্তবানরা ঘরবন্দি হয়ে জীবনযাপনে সমর্থ হলেও, সীমিত আয়ের নিম্নবিত্ত, অসহায় ও দুঃস্ত মানুষগুলোর পাশাপাশি মধ্যবিত্তরাও আছেন ভীষণ বিপদে।