কর্মকর্তার করোনা শনাক্ত, পূবালী ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন


কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পূবালী ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ শাখাটি লকডাউন করে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার ওই ব্যাংক কর্মকর্তা অসুস্থ বোধ করলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ জানা যায়। রাতে তাঁর বাড়ি লকডাউন করা হয়। আজ ওই কর্মকর্তার কর্মস্থল পূবালী ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেওয়া হয়। এ সময় লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

এক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পূবালী ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ শাখাটি লকডাউন করে দেন।