নওগাঁয় রোববার থেকে শপিং মলসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

নওগাঁয় যথাযথ বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব না মানায় রোববার (১৭ মে) সকাল থেকে খুলে দেওয়া শপিং মল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধিসহ সরকারের দেওয়া বেশকিছু শর্ত পালন সাপেক্ষে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে সরেজমিনে বাজার ও শপিংমল পরিদর্শনে প্রতীয়মান হয় যে, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে জমায়েত ক্রেতা-বিক্রেতারা সরকারের দেওয়া ৯০ ভাগ শর্তই অবহেলা করেছে। এর পরিপ্রেক্ষিতে জনসাধারণ তথা নওগাঁ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।