পায়রার কাছাকাছি আম্ফান

সুপার সাইক্লোন আম্ফান দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের। সোমবার (১৮ মে) রাত ৯টা পর্যন্ত পায়রা থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সাইক্লোনটি। ঝূর্ণিঝড় সৃষ্টির শুরু থেকেই সমুদ্রবন্দরগুলোর মধ্যে আম্ফানের সবচেয়ে কাছাকাছি রয়েছে পায়রা।

সোমবার বিকেলে আবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে বলেছিলেন, ‘আম্ফান আঘাত করার এখন যে লোকেশন আছে, সেটা হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে সীমান্ত আছে সুন্দরবনের, সেটাকে সেন্টার ধরা হয়েছে। তবে এটা পরিবর্তন হতে পারে, যেহেতু এখনও সময় আছে’।

‘সেন্টার যদি সুন্দরবন হয়, তাহলে আম্ফান যে স্পিডে আসছে, তাতে কম ক্ষতি হবে। ওই সেন্টার যদি সুন্দরবন ছাড়া পটুয়াখালী (বা অন্য স্থলভাগ) হয়, তাহলে অনেক ক্ষতি হবে’, যোগ করেন বজলুর রশিদ।

আজ রাত ৯টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আম্ফান সম্পর্কিত ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়া অধিদফতর বলেছে, ‘এটি আজ (১৮ মে) রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল’।

তাতে আরও বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্ফান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।