বরগুনায় ঈদের দিন বেড়াতে গিয়ে পিটুনিতে প্রাণ গেছে ১৭ বছরের এক কিশোরের।
মঙ্গলবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয় নামের ওই কিশোরের মৃত্যু হয় বলে বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান।
হৃদয় বরগুনা পৌরসভার চরকলনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বরগুনা টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসেন হাওলাদার বলেন, সোমবার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া পায়রা নদীর পাড়ে বেড়াতে যায় হৃদয়। সন্ধ্যার ঠিক আগে এলাকার কয়েকজন বখাটে ছেলে হৃদয়কে এলোপাতড়ি পেটানো শুরু করে।
নিহত হৃদয় বরগুনার চরকলোনী এলাকার চাঁদশী সড়কের ভাড়াটিয়া বাসিন্দা দরিদ্র রিক্সা চালক দেলোয়ার হোসেনের ছেলে। বাবা মায়ের একমাত্র সন্তান হৃদয় এবার বরগুনা টেক্সটাইল ভোকেটশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফল প্রত্যাশী ছিলেন।
“এক পর্যায়ে হৃদয় মাটিতে পড়ে যায়, তখন তার মাথা ফেটে রক্ত ঝড়ছিল। পরে হৃদয়কে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক গোলবুনিয়ার একাধিক ব্যক্তি জানান, গত বছরও ঈদের সময় বন্ধুদের নিয়ে গোলবুনিয়ায় বেড়াতে গিয়েছিলো হৃদয়। তখন গোলবুনিয়া এলাকার মৎস্যজীবী লিটনের ছেলে নয়নকে (২৫) তারা মারধর করে। এবার তার পাল্টা নিতে গিয়েই নয়নের নেতৃত্বে বখাটেদের পিটুনিতে হৃদয় মারা গেছে।
ওসি বলেন, নয়নসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ