বরিশালে দোকানপাট ও যান চলাচল বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণের প্রকোপ কমাতে আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল জেলার উপজেলা সমূহ ও মহানগরীর শপিংমল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বিকেল চারটার পর থেকে সকল ধরনের গণপরিবহন ও ব্যাক্তিগত পরিবহনে(রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি) যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে , চলতি মাসের ৪ তারিখ সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশালের লকডাউন (অবরুদ্ধ অবস্থা) শিথিল করা হয়েছিলো। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়ে জেলার বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্প পরিসরে খোলার অনুমতি দেওয়া হয়।

কিন্তু সেসব শর্ত লঙ্ঘন করে দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভীড়, সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়া ও গণমানুষের অসচেতন আচরণ ইত্যাদি লক্ষ্য করা যায়। যে কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুসারে জেলার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে দোকানপাট বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার ও ঔষধ বিক্রির প্রতিষ্ঠান এ নির্দেশের বাইরে থাকবে। এছাড়া পণ্য পরিবহনের যান চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসন।