ঈদের শপিংয়ের টাকা ত্রাণ তহবিলে তুলি দিলেন আভাস পরিচালক

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতা চেয়েছেন পাশাপাশি সবাইকে তার নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন।

তাতে সারা দিয় এরিমধ্য অনেকে মানবতার পরিচয় দিয়েছে আজ তারি ধারাবাহিকতায় রহিমা সুলতানা কাজল আভাসের পরিচালক তিনি তার পরিবারের এবারের ঈদের শপিংয়ের টাকা তুলে দিল বরিশালের করোনা কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে।

২৩ মে শনিবার বিকাল ৫ দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে বরিশাল তাদের এবারের ঈদের শপিংয়ের ৫০ হাজার টাকা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে তুলে দেন করোনা কাজে ব্যবহারের জন্য।

এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল, তার মেয়ের জামাই মোঃ জহুরুল হাসানসহ আরো অনেকে। তাদের এই ঈদের কেনাকাটার টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে।

এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তার আমাদের অনেকের জন্য অনুকরণীয়।

এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা মোকাবিলায় আমরা সফলতার পাশাপাশি আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারবো এবং করোনা কাজে এই তহবিলের অর্থ ব্যয় করতে পারব।