আটঘরের খালে বাংলা জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে শ্রাবন মাস পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার বসে এ হাট।
এ বছর করোনা ভাইরাসের প্রকোপে হাটে তেমন মানুষ আসছেন না। তাই এ বছর বেচা বিক্রিও ভাল নয়।
চাম্বল, মেহেগিনি ও রেইনট্রি কাঠ দিয়ে বানানো বাহারি সৌন্দর্যের তিন থেকে চার শতাধিক নৌকা আসে প্রতি হাটে। ৮ হাত থেকে শুরু করে ১৪ হাত সাইজের নৌকা আসে এখানে। সাইজ ও কাঠ অনুযায়ী প্রতিটি নৌকা বিক্রি হয় ২ হাজার ৫ শত টাকা থেকে ৬ হাজার টাকায়। চাম্বল কাঠ দিয়ে তৈরী ১০ হাত সাইজের একটি পেনিস নৌকা বিক্রি হয় ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৫ শত টাকায়। বেপারির সব খরচাধি বাদ দিয়ে নৌকা প্রতি লাভ থাকে ৪০০ টাকা থেকে ৬০০ টাকা।