গরু জবাই করলে ১০ বছরের জেল, জরিমানা ৫ লাখ

ভারতের উত্তরপ্রদেশে গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানার বিধান রেখে ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ রাজ্যের মন্ত্রীসভায় পাস হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ নামের আইনটি অনুমোদন করা হয়।

অন্যদিকে, কেউ যদি গবাদিপশুর অঙ্গহানি করে তার জন্য সাত বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। রাজ্যে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ওই আইন করা হয়েছে।

দেশটিতে আরও অনেক রাজ্য রয়েছে, যেখানে গরু জবাইয়ের বিষয়ে কঠোর আইন রয়েছে। আবার এমন অনেক রাজ্য রয়েছে যেখানে গরু জবাইয়ে কোনও বিধিনিষেধ নেই। এর মধ্যে ১১টি রাজ্যে গরু জবাইয়ের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ১০টি রাজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে, ৮টি রাজ্যে গরু জবাইয়ের উপরে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।