কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ঢাকা জেলায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে আর বরিশাল বিভাগে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগের রাজধানী ঢাকায় এই পর্যন্ত ১৬ হাজার ২৬০ জন রোগী শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৫৩ দশমিক ২৩ ভাগ। এ ছাড়া বরিশাল বিভাগে এই পর্যন্ত ২৩১ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশে মোট আক্রান্তের শূন্য দশমিক ৭৬ ভাগ।
ঢাকা বিভাগ
রাজধানী ঢাকায় ১৬ হাজার ২৬০ জন, ঢাকা জেলায় ৬৬২ জন, গাজীপুরে ৬৩৫ জন, কিশোরগঞ্জে ২৩৩ জন, মাদারীপুরে ১১৫ জন, মানিকগঞ্জে ১৩৪ জন, নারায়ণগঞ্জে দুই হাজার ৫৭ জন, মুন্সীগঞ্জে ৬৯৮ জন, নরসিংদীতে ১৭৬ জন, রাজবাড়ীতে ৬৮ জন, ফরিদপুরে ১৭২ জন, টাঙ্গাইলে ৫২ জন, শরীয়তপুরে ১১৯ জন, গোপালগঞ্জে ১৬৮ জন।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৪৪ জন, ঝালকাঠিতে ১০ জন, বরিশাল জেলায় ৭০ জন, ভোলায় ২৩ জন, পিরোজপুরে ২৪ জন ও পটুয়াখালীতে ৪০ জন রোগী আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের শূন্য ৭৬ ভাগ এই বিভাগ থেকে শনাক্ত হয়েছে।