পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ তে পৌঁছালো। আজ শুক্রবার নতুন করে ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ১০০ জন। নতুন ৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ জনের বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলায়। একজনের বাড়ি কাউখালী উপজেলায় এবং স্বরূপকাঠী উপজেলায় একজনের বাড়ি।
এদিকে, পিরোজপুরে কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি। শহরের বাজারগুলোতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট, দোকাটপাট খোলা থাকলেও এ সময়ে বাজার ও মার্কেটে লোকজনের ভীড় উপছে পড়ছে। মার্কেট, দোকাটপাটে কেটা কাটা এবং চলাচলে মানা হচ্ছে না সামাজিক দূরত্বসহ কোন প্রকার স্বাস্থ্যবিধি। মার্কেট ও দোকানগুলোতে নেই কোন হাতধোয়ার ব্যবস্থা ও জীবানুনাশক কার্যক্রম।