বুকে ব্যথা নিয়ে ঝালকাঠির শিক্ষকের মৃত্যু: নমুনা সংগ্রহ

রহমি রজো, ঝালকাঠি ।।
ঝালকাঠি শহররে শহীদ স্মরণী এলাকার (পৌর খয়োঘাট সংলগ্ন) এক স্কুল শিক্ষক বুকে ব্যথা নয়িে মারা গছেনে।

সোমবার দুপুরে তনিি বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা হাসপাতাল নয়িে যায় তাক।তবে ঝালকাঠি সদর হাসপাতালরে কর্তব্যরত চকিৎিসক তাকে মৃত্য ঘোষণা করনে। প্রয়াত এ শিক্ষকের নাম শাখাওয়াত হোসনে মোল্লা (৫০)। তনিি সদর উপজলোর পোনাবালয়িা ইউনয়িনরে নুরুল্লাপুর গ্রামরে বাসন্দিা এবং নুরুল্লাপুর সরকারি প্রাথমকি বদ্যিালয়রে প্রধান শক্ষিক ছলিনে। তবে কয়কে বছর ধরে তনিি জলো শহররে নতুন চর এলাকার শহীদ স্মরণী সড়কে পরবিার নয়িে বসবাস করে আসছলিনে। ঝালকাঠি সভিলি র্সাজন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, মারা যাওয়ার পর ওই শক্ষিককে হাসপাতালে আনা হয়।

তার করোনা পজটেভি ছলিো কীনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়ছে

সোমবার র্পযন্ত জলোয় মোট ৫২ জন করোনায় সনাক্ত হয়ছেনে বলওে জানান সভিলি র্সাজন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার। মৃত্যুকালে এ শক্ষিক এক ছলে, দুই ময়েে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রখেে গছেনে। তাঁর মৃত্যুতে শক্ষিক সমাজসহ এলাকায় শোকরে ছায়া নমেে এসছে