শেবাচিমে এক দিনে ৪ জনের মৃত্যু

রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ ঘন্টার ব্যবধানে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত এবং বাকি তিনজনের করোনার উপসর্গ ছিল। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শুক্রবার সকাল সকাল পৌনে ৮টার দিকে সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার আক্তার হোসেনের স্ত্রী। গত ৯ জুন দুপুর পৌনে ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে। পরে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যু হয়।

অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ৬৫ বছর বয়সি ধুলু সরকার নামের এক বৃদ্ধর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তিনি বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরত চন্দ্র সরকারের ছেলে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

রাত ৮টায় ইউনুস হাওলাদার নামের ৬৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী এলাকার কাশেম হাওলাদারের ছেলে। গত ১১ জুন বেলা ১২টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।

এছাড়া রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তির সাথে সাথে মৃত্যু হয়েছে নূরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির। তার বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলার আন্দারিয়া গ্রামে। ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে তিনি।

হাসপাতাল পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানান, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া তিন জন করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখানো নিশ্চিত হওয়া যায়নি। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।