শেবাচিম করোনা ইউনিটে ৫জনের মৃত্যু

৮ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু হয়েছে।


গতকাল দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৫ রোগীর মৃত্যু হয়েছে। দুপুর ২ টায় বরিশাল নগরীর ভাটিখানা এলাকার শাহনেওয়াজ (৬৪), বিকেল ৬ টা ১০ মিনিটে বরগুনা জেলার বামনা উপজেলার লক্ষিপুর এলাকার আঃ রশিদ (৮০), সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের খাইরুল বাশার (৪৫), রাত সোয়া ৯ টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) ও রাত ১০ টায় বরিশালের উজিরপুর উপজেলার রতœপুর গ্রামের ইউনুস হাওলাদার (৫০) মৃত্যু হয়েছে।


মৃতের নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে করোনার ইউনিটে চিকিৎসাধীন ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।