পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রীপদমর্যায় আহ্বায়ক ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম এর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
গতকাল বুধবার বিকালে সংসদের বাজেট অধিবেশন শুরুর পর পরই এই শোক প্রস্তাব আনা হয়। এর আগে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন।
একই সময় রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের পুত্রবধূ, সাবেক মন্ত্রী একে ফাইজুল হকের স্ত্রী মরিয়ম বেগমসহ মৃত্যুবরণ করা অন্যান্য নেতা এবং বিশিষ্টজনদের মৃত্যুতেও শোক প্রস্তাব করেন স্পিকার।
এসময় শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার দলীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, আ.স.ম ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাসদ নেতা হাসানুল হক ইনু, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। আলোচনা শেষে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কমনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী।
এর আগে তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শহীদ জননী সাহান আরা বেগম।
সমাজ সেবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ নারী নেত্রী সাহান আরা বেগম এর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ চার দিনের শোক কর্মসূচি পালন করেছে।