বরিশালে বিমান চালু হচ্ছে রোববার

করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর রোববার (১২ জুলাই) থেকে পুনরায় চালু হচ্ছে বরিশাল বিমানবন্দর। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয়। 

জানা গেছে, আপাতত বরিশাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার একটি করে ফ্লাইট চালাবে।  

প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বিকেল ৫টা ২৫ মিনিটে। 

অপর দিকে প্রতিদিন বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে নভো এয়ার। পড়ে আবার বিকেল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

দেশে করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। গত ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বরিশাল রুটেও ফ্লাইট শুরু হলো।