ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামে সড়কের দু-ধারে এলাকার প্রভাবশালী গরুর মালিক ও ব্যবসায়ীরা সড়কের উপর খাছারি তৈরি করে গরু বেঁধে রাখায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে পথচারীরা ও গাড়ি চালকরা অভিযোগ করেছেন।
উপজেলার পৌরসভার মাঠিভাঙা হইতে কুলকাঠি ও আখরপাড়া যাতায়াতের সরকারি পাকা সড়কের পাওতা এলাকার মো. ওহাব খানের চায়ের দোকান সংলগ্ন কাজী বাড়ির দরজায় দু-ধারে গরু বেঁধে রাখায় এ অভিযোগ উঠেছে। এছাড়া উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়কের উপরে গরু বেঁধে রাখতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার একটি ব্যস্ততম সড়ক পাওতা এলাকা। একদিকে কুলকাঠি ইউনিয়ন পরিষদ, আখরপাড়া, তৌকাঠি ও পাওতা গ্রামের সর্বস্তরের মানুষের নলছিটি উপজেলার সঙ্গে চলাচলের সবার যাতায়াত রয়েছে। আরেকদিকে এ সড়কের এক পাশে বিল ও অপর পাশ দিয়ে বয়ে গেছে সরকারি খাল কোন পাশেই পর্যাপ্ত যায়গা না থাকা সড়কটির উপরে গরু বেঁধে রাখা ও খাচারি তৈরি করে চলাচলের বিঘ্নতা সৃষ্টি করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি সড়কের উপরে গবাদি পশু পালন ও অবৈধ স্থাপনা তৈরীর বিধি না থাকলেও তার তোয়াক্কা না করে সড়কের উপর সারিবদ্ধভাবে গরু বেঁধে রাখছে এলাকার কিছু প্রভাবশালী গরু মালিকরা।
এলাকাবাসী বলেন, এক দিকে গরুর গোবর ও খরকুটো পচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে সরকারি সড়কটি। অন্যদিকে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ ও মালামাল বাহী মিনি পিকআপ, যাত্রীবাহী লেগুনা, সিএনজি, ইজিবাইক, অটো ভ্যান, ভাড়ায় চালিত মোটরসাইকেল সহ অসংখ্য গাড়ি চলাচল করেন। সবসময় সড়কের উপরে বেঁধে রাখা গরু দাঁড়ানো থাকে। এতে মাঝেমধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে নানান সমস্যা দেখা দিচ্ছে। আমরা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই এর সঠিক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণ ও গাড়ি চলাচলের পথকে স্বাভাবিক করে দেওয়ার জন্য।