ভারতের রাজধানী দিল্লি থেকে ব্রিটেনের লন্ডন যাবে বাস। ওই বাসের ভাড়া ১৫ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। সড়কপথে লন্ডন যেতে ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
থাকতে হবে ১৮টি দেশের ভিসা। বিশ্বের সবচেয়ে লম্বা বাস ভ্রমণের রেকর্ড গড়তে যাচ্ছে এই বাস।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা এই বাস ভ্রমণের আয়োজন করেছে।
গেলো ১৫ আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা প্রতিষ্ঠানটির দুই মুখপাত্র তুষার ও সঞ্জয় মাদান জানান, তারা নিজে এর আগে দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছেন। সেই এডভেঞ্চারের অংশ হিসেবেই তারা ২০ সিটের এই বাস ভ্রমণে উৎসাহী হয়েছেন।
তিনি আরও জানান, দিল্লি থেকে লন্ডন যেতে মোট ১৮টি দেশের পথ পাড়ি দিতে হবে। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও ইউনাইটেড কিংডম। সময় লাগবে ৭০ দিন।