মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক লালজমিন মঞ্চায়িত

মান্নান হিরার রচনায় এবং সুদীপ চক্রবর্তীর নির্দেশায় মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চনাটক লালজমিন। দেশব্যাপী নাটকটির একাধিক প্রদর্শনীর আয়োজন করতে পৃষ্ঠপোষকতা করছে “সুন্দর কেন্দ্র”। 

শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চায়িত হলো নাটকটির ২৪৮-তম মঞ্চায়ন। বহুল আলোড়িত মঞ্চনাটক লালজমিন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া দুরন্ত এক বালিকাজীবনের গল্প।

প্রসেনিয়াম মঞ্চজুড়েই বাড়ির উঠোন, ফসলের মাঠ, পদ্ম-শাপলা ফোটা বিল, আর  কিশোরীর এক্কাদোক্কা খেলা। যেনো দর্শকের সামনে এক টুকরো বাংলাদেশ।

মুক্তিযুদ্ধকে উপজীব্য করা মাতৃভূমিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবার “সুন্দর কেন্দ্র” নিজেদের পৃষ্ঠপোষকতায় আয়োজন করছে দেশব্যাপী নাটকটির একাধিক প্রদর্শনীর। তারই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চায়িত হলো নাটকটি।

এ দিয়ে শুন্যন রেপারটরি থিয়েটারের প্রযোজনায় লালজমিন নাটকটির ২৪৮তম মঞ্চায়ন সম্পন্ন হলো।