অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ঝালকাঠির সদরের একটি পুকরু থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মে) দুপুরে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের নাছির মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার এ অর্থদণ্ড করেন। আবু হানিফ নবগ্রাম ইউনিয়নের স্বল্প সেনা গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সাবেকুন নাহার বলেন, নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।