কলাপাড়ায় গাছবোঝাই গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু

শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর কলাপাড়ায় গাছবোঝাই একাটি গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে বাবলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় চিন্ময় নামের এক স্কুলশিক্ষক। মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’