বরগুনার বামনায় সোমবার উপজেলার উত্তর ডৌয়াতলা গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র মোঃ কবির মাল (৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (২৯ মে) কবির মাল তার বেয়াই বাড়ি পাথরঘাটা থানাধীন নাচনাপাড়া গ্রাম থেকে পাথরঘাটা-ঢাকা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বামনা আসছিলেন। এ সময় চট্টগ্রাম-পাথারঘাটাগামী রাফিন-সাফিন পরিবহন মোটরসাইকেলকে ধাক্কা দিলে কবির মাল ছিটকে পড়ে গেলে রাফিন-সাফিন পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পাথরঘাটার দিকে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা কবির মাল ও মোটরসাইকেল চালক তার বেয়াইকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কবির মালকে মৃত্যু ঘোষণা করেন এবং আহত বেয়াইকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার স্থানটি পাথরঘাটার থানার আওতাধীন সেহেতু মামলা রুজু হবে পাথরঘাটা থানায়।
এদিকে আহতদের বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এবং অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দেন। লাশের আইনি কার্যক্রম প্রক্রিধীন।