বিষখালী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট-খেয়াঘাট এলাকায় নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। েবুধবার রামনা বাজার থেকে রামনা খেয়াঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধনে ৮ গ্রামের বাসিন্দারা অংশ নেন।

বামনা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মহিউদ্দীন পান্না সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রামনা ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জমাদ্দার, শিক্ষক মো. রিয়াদুল কাদির, মো. শাহিদ হাওলাদার, কৃষক মো. ফারুক হোসেন, ব্যবসায়ী মো. আব্দুল জলিল জমাদ্দার প্রমুখ।

বক্তারা বলেন, বিষখালী নদী ভাঙনে উত্তর রামনা ও দক্ষিণ রামনা গ্রাম দুইটি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। প্রতিবছর জলোচ্ছ্বাসে গ্রামগুলোতে লবণ পানি প্রবেশ করে। এতে কৃষি জমি হুমকির মুখে পড়েছে।