উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইতোমধ্যে পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (২৬ জুন) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জেলা আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে ইতোমধ্যে পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। ইতোমধ্যে সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছ। আগামী ২৪ ঘণ্টা এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।