বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর ছিটকে পড়েছে। এতে শিলা আক্তার (২০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের শাহাজিরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিলা সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠী গ্রামের সোহান শেখের স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রনি মোল্লা জানান, বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থামানো ট্রাকের ওপর ছিটকে পড়লে ভ্যানযাত্রী শিলা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে (শিলা) মারা যায়।
সরিকল তদন্ত ইনচার্জ মো. ফোরকান হোসেন হাওলাদার জানান, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ভ্যান চালক তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে। তবে ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।