কুয়েটে ছাত্রদল ও বহিরাগতদের হামলার প্রতিবাদে ববি’তে বিক্ষোভ মিছিল
খুলনা প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে,বৈষম্য বিরোধী ছাত্র -আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ববি’তে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ( মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫) দুপুর ১১:৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে উক্ত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রাদক্ষিন করে এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান ও বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “কুয়েট একটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস, আশা করি সেই আইন বলবৎ থাকবে এবং যারা এই আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে একাডেমিক ও প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে। আমি বলতে চাই শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ে নয় বাংলাদেশের যেকোনো প্রান্তে আমার ভাইদের উপরে হামলা হলে কেউ যদি আহত হয় সেটার প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় হবে এবং আমরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে তা দেখিয়ে দিয়েছি।”
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিব আহমেদ বলেন,”বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের মতো কুয়েটে শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হলো আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই -যে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব ঘটিয়েছে, যে শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিহত করেছে—সেই শিক্ষার্থীদের দমন করার জন্য ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে জখম করা হয়েছে। ” এছাড়াও তিনি বলেন “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বলে দিতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনীতি চলবে না। দরকার হলে আমরা এর জন্য প্রতিবাদ করবো, আমরা এর জন্য আরেকটি জুলাই বিপ্লব নিয়ে আসবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনতিবিলম্বে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং আমরা বিশ্বাস করি, শিক্ষা এবং রাজনীতি একসঙ্গে হয় না।