বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু মামুন।
প্রধান আলোচক ছিলেন বরিশাল বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এম সাজ্জাতুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলা প্রভাষক এসএম মাঈনুদ্দিন ও হিসাব বিজ্ঞান প্রভাষক সিরাজুল ইসলাম।
উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মো. শাহজাহান।
আলোচনা সভায় বক্তারা- ৭১ এবং ২৪ এর বীর শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
তারা বুদ্ধিজীবী হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত ও হত্যা সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দাবী করেন।