২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৩ জন

মহামারি করোনাভাইরাসের ছোবলে দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৫৩ জনের প্রাণ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৬২ জনে। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৮৬২ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সব মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪৪৮১ জন।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।

শনাক্ত বিবেচনা ১.৩৪ শতাংশ।

১১ থেকে ২০ এর মধ্যে মারা গেছেন ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য মারা গেছেন ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন মারা গেছেন।

৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৯ জন।

৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১০ জন।

৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৮ জন।

৮০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

৬১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে, ১৮৪০৩ টি নমুনার মধ্যে ১৭২১৪টি পরীক্ষা করা হয়েছে।

মোট ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২২৩৭ জন নতুন সুস্থ হয়েছেন এবং ৩৬২৬৪ জন সুস্থ হয়েছেন মোট।

এখন পর্যন্ত ৩৮ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।