পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখার নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল মহলকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।তাছাড়াও ফরিদপুর, রাজবাড়ি, পাবনা, নাটোর অঞ্চলের পেঁয়াজ উৎপাদনকারি ব্যবসায়ী এবং ওই ৪ জেলার প্রশাসককে পেঁয়াজ বাজার পরিস্থিতি দেখভালের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) বাজার পরিস্থিতি নিয়ে টিসিবি’র সাথে বাণিজ্য সচিব মো: জাফর উদ্দিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরবর্তী করনীয় বিষয়ে আলোচনা হবে।

অন্যদিকে, আজ ভারতের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজে বিষয়ে চিঠি আসার কথা রয়েছে। সে চিঠি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (১৬ই সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রী ও সচিব পেঁয়াজের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন।