ভোলায় জবাই করা হরিণের মাংসসহ মো. কালাম ওরফে কালু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক কালাম ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মো. গেদু মিয়ার ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ মঙ্গলবার (৩০ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সড়ক থেকে বস্তাভর্তি ১৫ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা আরও দু’জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাদেরও আটকের চেষ্টা চলছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম স্বীকার করেন তিনি জংলার চর এলাকা থেকে হরিণের মাংস এনেছেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।