বরিশাল বিভাগে এক দিনে ১৮ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয়জনই বরিশালের। ঝালকাঠি ও পিরোজপুর জেলায় চারজন করে রোগী শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই বিভাগে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল ১৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ১৮ জন নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৪। তাঁদের মধ্যে ৩৩ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী এবং ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে, বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১১ মে এই বিভাগে ২৪ ঘণ্টায় ১৯ জন শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জনের মধ্যে বরিশালে ছয়জন, পিরোজপুর, ঝালকাঠি জেলায় চারজন করে, বরগুনায় দুজন এবং ভোলা ও পটুয়াখালী জেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পটুয়াখালী জেলার, দুজন বরগুনার এবং একজন বরিশাল জেলার।