কীর্তনখোলায় গোসল করতে নিয়ে শিশু নিখোঁজ

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু আক্তার নামের ১০ বছরের শিশু নিখোঁজ হয়েছে। ২৩ মে দুপুর ২টার দিকে নগরীর রূপাতলী মোল্লাবাড়ি সড়ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু নিপু আক্তার ওই এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ডা. ফারুক আহমেদ।

এদিকে নিখোঁজ নিপুর মামা শহিদুল সিকদার জানান, ‘নিপুর বাবা সৌদি প্রবাসী। তাই নিপু ও তার মা মোল্লাবাড়ী সংলগ্ন নানাবাড়ীতে থাকেন। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর ২টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে সে। নদীতে ডুব দিলে আর উঠে আসেনি।

এর পর থেকেই নিখোঁজ হয় নিপু। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধান পাননি তারা।