বরিশালে করোনার রেকর্ড সনাক্ত ৪৯ মোট আক্রান্ত ২৭৯

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৭৯ জনে। বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জন, বানারীপাড়া উপজেলার বাসিন্দা ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ১ জন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের ১ জন ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স এবং ২ জন স্টাফ সহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ৭ জন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর কার্যালয়ের ৩ জন সদস্য, জেলা পুলিশের ২ জন সদস্য।

বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বিভিন্ন এলাকার যেমন, রুপাতলী হাউজিং বাসস্ট্যান্ড ৪ জন, পুলিশ লাইন, ব্রাউন কম্পাউন্ড, বটতলা ও ভাটিখানা প্রত্যেকটি এলাকার ৩ জন করে ১২ জন, কাউনিয়া ও চকবাজার এলাকার ২ জন করে ৪ জন, নাজির মহল্লা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, আলেকান্দা, নিউ সার্কুলার রোড, সাগরদী, আমানতগঞ্জ, টাউন হল, নতুন বাজার, তিলক কলাডেমা, কাঠপট্টি, চাঁদমারি, পদ্মাবতি রোডের প্রত্যেক এলাকার ১ জন করে ১২ জন, সদর উপজেলার সাহেবেরহাট, শায়েস্তাবাদ ও চরমোনাই এলাকার ১ জন করে ৩ জন তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ৩০ মে রবিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৪৯ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৭৭ জন নারী এবং ২০২ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ২০ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২১৪ জন, ৫০ থেকে তার উর্ধে ৪৫ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২১৪, সদর উপজেলা ৭জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, টুংঙ্গীবাড়িয়া, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই-২), বাবুগঞ্জ ১২জন, উজিরপুর ১১জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ১০জন, হিজলা ৪জন, মুলাদী ৪জন, বানারীপাড়া ৫জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য আজ ৩০ মে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ০১ জন ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও ০২ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ০১ জন স্টাফ সহ মোট ০৭ জন শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৩ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ১৭ জন নার্স, ০১ জন নার্স সুপারভাইজার, ০১ জন মেডিকেল টেকনলজিস্ট, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ০১ জন স্টোরকিপার, ০১ জন ড্রাইভার,০৩ জন স্টাফ সহ সর্বমোট ৩৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

বরিশাল জেলায় মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হয়ে ১ জন ব্যক্তি গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।