করোনার উপসর্গ নিয়ে ডা. আনোয়ার হোসেনের মৃত্যু

বরিশাল নগরীর বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. আনোয়ার হোসেন করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশালের একটি হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। দুপুরের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শ্বাসকষ্টসহ করোনা রোগের উপসর্গগুলো দেখা দেয়। এরপরই এয়ারঅ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়। প্রথমে তাকে ঢাকার এ্যাপোলো হসপিটালে ভর্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একটি সূত্র জানিয়েছে, ক’দিন আগে রাহাত আনোয়ার হাসপাতালের দুই কর্মী করোনা আক্রান্ত হন। এরপর গত রোববার সকাল থেকে হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন অসুস্থবোধ করেন। এই করোনাযোদ্ধার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সকল উপসর্গ থাকলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বশীলদের কেউ মিডিয়ার কাছে মুখ খুলতে চাইছেন না।

উল্লেখ্য করোনা সংক্রমণের মধ্যেও গত কয়েক মাস ধরে অবিরাম চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এই করোনা যোদ্ধা।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক এসএম শাহাজাদা, প্রকাশক অনিকেত মাসুদ ও নির্বাহী সম্পাদক ডা. আশিকুর রহমানসহ পরিবারবর্গ।