সীমিত মুসল্লি নিয়ে হজের পরিকল্পনা সৌদি আরবের

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার।

গতকাল সোমবার হজ পরিকল্পনার সঙ্গে জড়িত, সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

হজ উপলক্ষে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন। আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে হজ নিয়ে মুসল্লিদের অপেক্ষা করতে বলা হয়েছিল।

এবারের হজ পরিকল্পনার সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুধু প্রতীকী সংখ্যা হিসেবে কিছু মুসল্লি হজের সুযোগ পাবেন। এ ছাড়া বৃদ্ধদের হজ করায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজার ২৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৭৪৬ জন আর সুস্থ হতে পেরেছে ৭৪ হাজার ৫২৪ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়াল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।