আম্ফানের থাবায় লন্ডভন্ড শুভ সন্ধ্যা

৮ দিন পার হলেও সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানের থাবায় সমুদ্র সৈকত শুভ সন্ধ্যা ক্ষয়ক্ষতির চিত্র গণমাাধ্যমে ফুটে উঠেনি। সমুদ্র সৈকত শুভ সন্ধ্যার ক্ষয়ক্ষতির ছবি পাঠিয়েছেন ভয়েস অব বরিশাল’র অন্যতম প্রতিষ্ঠাকালীন পরামর্শক, উপকুলের অকৃতিম বন্ধু আরিফ রহমান।

দেশের সর্বদক্ষিনের উপকূলীয় জেলা বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় সাড়ে ৪ কি মিটার জায়গাজুড়ে  খড়স্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত।

আম্ফানের থাবায় লন্ডভন্ড শুভ সন্ধ্যা

নয়বাভিরাম এই সমুদ্র সৈকতের একদিকে দীর্ঘ ঝাউবন, আরেকদিকে তিন তিনটি নদীর বিশাল জলমোহনা রয়েছে। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার তালতলী উপজেলার শুভ সন্ধ্যার চর। জ্যোৎস্না উৎসবে এখানেই জল-জোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বরগুনার নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে প্রতিবছর জেলা প্রশাসন বরগুনা উদ্যোগে এখানে জোছনা উৎসব অনুষ্ঠিত হয়।